এইচ.এম. সিরাজ, কসবা থেকে ফিরে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট( দুপুরে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপীনাথপুর আলহাজ্ব শাহআলম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আকরাম খান।
ইসলামী ব্যাংক কসবা শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নাজমুল হোসেন, স্থানীয় গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মান্নান জাহাঙ্গীর, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক এইচ. এম. সিরাজ। এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক আবুল কালাম আজাদ, বাজার পরিচালনা কমিটির সভাপতি ডা হুমায়ুন কবীর বখতিয়ার প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের পরিচালক মের্সাস মামা- ভাগিনা এন্টার প্রাইজের সত্বাধীকারী মো. আনোয়ার হোসেন ও মো. মনির হোসেন। ফিতা কেটে উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করেন গোপীনাথপুর বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইউসুফ ভূইয়া।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply