স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ মোঃ রাসেল মিয়া (২৫), মোঃ আল আমিন (২৪) ও মোঃ জুনায়েত হোসেন (০০) নামে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭ টা ১০ মিনিটে জেলার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে জেলার কসবা উপজেলার আতকাপাড়ার নজরুল ইসলামের ছেলে মোঃ রাসেল মিয়া, একই উপজেলার রাইতলা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে আল আমিন ও চাঁন্দাখলা গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে জুনায়েত হোসেনকে আটক করেন র্যাব। এসময় তাদের কাছ থেকে ৩৫ কেজি মাদকদ্রব্য গাঁজা, ৪৪০ পিস ইয়াবা, ০১ টি প্রাইভেটকার (চাবিসহ) ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply