প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বদরুন নাহার ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটায় শিক্ষার্থীদের মধ্যে মাস্ক ও ঔষধি গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্কুলের প্রধান শিক্ষক তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমির সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল মতিনের সঞ্চালনায় এ সব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ ভূঁইয়া, বামডোর সভাপতি ও তেতইগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন আহমেদ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, যুবলীগ নেতা এস,এম, কাইয়ুম, সাংবাদিক আকাশ আহমেদ, নাইম আলী ও আদমপুর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ।এছাড়া অভিভাবক ও আদমপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা। অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
Leave a Reply