স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় মলয় কুমার মিত্র নামে এক ট্রাফিক পুলিশ সদস্যকে পিটিয়েছে অজ্ঞাতনামা নামে এক তরুণ। এতে গুরুতর আহত হবে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঐ পুলিশ সদস্য।তবে কেন এ হামলা জানা নেই কারোর।
সোমবার (১১ অক্টোবর) দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কোর্ট রোড শহীদ পলু সড়কের মোড়ে এ ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জেলা শহরের কোর্ট রোড়ে শহীদ পলু সড়কের মোড়ে যানজট নিরসনে দায়িত্ব পালন করছিলেন শহর ট্রাফিক পুলিশের সদস্য মলয় কুমার মিত্র। এসময় হঠাৎ করেই পুলিশ সদস্যের পেছন দিক থেকে এসে অজ্ঞাতনামা ঐ তরুণ লোহার রড় দিয়ে তার মাথায় আঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়। এতে পুলিশ সদস্য মলয় কুমার মিত্র আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে শহর ট্রাফিক পুলিশের ইনচার্জ দেবব্রত কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পেছন থেকে এসে অজ্ঞাতনামা ঐ তরুণ মলয় কুমার মিত্রকে আঘাত করায় তাকে চিনতে পারেনি আহত পুলিশ সদস্য। আমরা হামলাকারীকে সনাক্ত করার চেষ্টা করছি। দ্রুত তাকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply