ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন ও “শেখ রাসেল দিবস ২০২১” উপলক্ষে উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এ প্রতিযোগিতায় অনুর্ধ ১২ বয়সের শিশুরা অংশ গ্রহন করেন।
উপজেলার অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদির সঞ্চালনায় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইয়ূব খান, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান। এসময় উপস্থিত বক্তৃতা অনুর্ধ ১২ বছরের শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য দুরন্ত, প্রাণবন্ত শেখ রাসেল-এর জন্ম, শৈশব, শিক্ষাজীবন, স্বপ্ন, ভ্রমণ, পরিবার, পছন্দ, তাঁর উপর বক্তব্য রাখেন।
সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাহিদ কালিদ জামিল খান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply