রবিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে ৭৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম কিনেন। সকাল থেকে বিকেল পর্যন্ত ৫৬ জন প্রার্থী তাদের দলীয় মনোনয়নপত্র জমা দেন। বাকী ১৮ জন ফরম জমা দেননি।
দলীয় মনোনয়নপত্র জমা দেওয়া ৫৬ জন প্রার্থীর মধ্যে সরাইল সদর ইউনিয়নে ৭ জন, অরুয়াইল ইউনিয়নে ৭ জন, পাকশিমুল ইউনিয়নে ১০ জন, চুন্টা ইউনিয়নে ৪ জন, পানিশ্বর ইউনিয়নে ৭ জন, কালিকচ্ছ ইউনিয়নে ৫ জন, নোয়াগাঁও ইউনিয়নে ৮ জন, শাহবাজপুর ইউনিয়নে ৪ জন, ও শাহজাদাপুর ইউনিয়নে ৪ জন। প্রত্যেক চেয়ারম্যান প্রার্থী ১শত টাকা করে মনোনয়ন ফরম কিনেন এবং মনোনয়ন ফি হিসেবে ১৫ হাজার টাকা করে জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক এডভোকেট আবদুল রাশেদ, যুগ্ন আহবায়ক খায়রুল হুদা চৌধুরী বাদল, সদস্য মোহাম্মদ শফিকুর রহমান, সৈয়দ আলী আবদাল, এডভোকেট জয়নাল উদ্দিন, কায়কোবাদ ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সরাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন জানান, সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার ৯ টি ইউনিয়নের ৭৪ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে তাদের দলীয় মনোনয়নপত্র ১শত টাকা করে ক্রয় করেছিল এবং মনোনয়ন ফি হিসেবে ১৫ হাজার টাকা করে জমা ৫৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply