স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাড়ি চাপায় হায়দার আলী -(২৯) ও অজ্ঞাতনামা আরো একজনসহ দুই চাতাল শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার রাজমনি হোটেলের সামনে এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহত হায়দার আলী দিনাজপুর জেলা সদরের মধ্যপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। বাকীদের নাম পরিচয় জানা যায়নি।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করেন। পরে নিহতদের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কি ও কোন গাড়ির চাপায় এ দূর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। হতাহতরা চাতাল শ্রমিক হবে বলে ধারণা করছেন ওসি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply