সরাইল উপজেলা প্রতিনিধি//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে শনিবার বিকালে উপজেলা মিলনায়তনে লিটল ম্যাগাজিন “সতত সরাইল” বইয়ের মোড়ক উম্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সতত সরাইল” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্টানে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে প্রকাশনা উপকমিটির সদস্য সাংবাদিক মাহবুব খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনা উপকমিটির সদস্য সচিব আইয়ূব খান, মূল প্রবন্ধ পাঠ করেন প্রকাশনা উপকমিটির আহবায়ক সঞ্জীব কুমার দেবনাথ। এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ফারহানা নাসরিন, সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুর রাশেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন বদু প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হক মৃদুলের বলেন, বইটিতে ছোট শিশুদের লেখা নাম ছবি ছাপানো হয়েছে। এটি ছোট শিশুদের আনন্দ ও উৎসবের বিষয়। আমরা সরকারী কর্মকর্তারা আপনাদের ভাল কাজ গুলোকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। আলোর অগ্রযাত্রায় পড়াশুনা ছাড়া কোনো জাতির ভিশন নির্মাণ করা সম্ভব নয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply