কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগানের যোগেশ পাল (৩০) নামে এক চা শ্রমিকের বিষপানে মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মাধবপুর চা বাগানের ৩ নাম্বার লাইনে নন্দলাল পালের ছেলে যোগেশ পাল পরিবারের সবার অজান্তে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। এসময় পরিবারের লোকজন যোগেশকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক যোগেশকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট জেলা সদর হাসপাতালে নিহতের লাশের ময়নাতদন্ত করা হবে। তদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply