ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদসহ সকল বিদ্রোহী প্রার্থীকে আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ প্রার্থী পদ প্রত্যাহারে আহবান জানানো হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম শের আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ইউনুস মাষ্টার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নাহের মেম্বার, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হীরা মিয়া, সাধারণ সম্পাদক মানিক মিয়া, ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল রহমান রাহুল, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জিল্লু মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল করিম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শিরু মেম্বার, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রউফ মিয়া, যুবলীগ নেতা মোঃ এনামুল হক, সৈয়দ মেম্বারসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ এবং মহিলা আওয়ামলীগের নেতৃবৃন্দ। সভায় বিদ্রোহী প্রার্থী আঃ হামিদের দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ এবং নেতৃবৃন্দের বিরুদ্ধে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অনুরোধ করা হয়। দলীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক সভায় তাঁকে পুনরায় দলীয় মনোনয়ন প্রদান করায় কতৃজ্ঞতা প্রকাশ করে নির্বাচনী প্রচারে দলের সহযোগিতা এবং ইউনিয়ন বাসীর সমর্থন কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply