সংবাদ শিরোনাম
নির্বাচনে ব্যালট পেপারে ভুল প্রতীক ছাপার ঘটনায় কসবা নির্বাচন অফিসারকে বদলি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হত্যাকাণ্ড বন্ধের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের পদযাত্রা পরপারে চলে গেলেন পরোপকারী কুরিয়া প্রবাসী কাজী শাহ আলম মোবাইল আসক্তি ঠেকাতে ও ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ বিজয়নগরে জালনোট তৈরির সরঞ্জামসহ তিনজন আটক ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা।। এলাকায় শোকের ছায়া ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষা সপ্তাহ’র উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া শহরকে সম্প্রসারিত করে পরিকল্পিত নগরায়ন করা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোকতাদির চৌধুরী এমপি কমলগঞ্জে শমশেরনগরে রেলপথ ঘেষে জমে উঠে অবৈধ পশুর হাট; দুর্ঘটনার আশঙ্কা নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে বাংলালিংক ও হুয়াওয়ের চুক্তি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বণার্ঢ্য আয়োজন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বণার্ঢ্য আয়োজন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া আয়োজন করেছে রচনা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার। ব্রাহ্মণবাড়িয়া উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানের বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে অদ্য ১৩ ডিসেম্বর ২০২১ ইং তারিখ সোমবার ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে সংগীত ও আবৃত্তির চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সংগীত ‘ক’ গ্রুপে  ১ম স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী আশরাফুল ইসলাম তাশদীদ, ২য় স্থান অর্জন করেন নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী অহনা আচার্য বৃষ্টি, ৩য় স্থান অর্জন করেন বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী স্নেহা বৈদ্য, বিশেষ স্থান অর্জন করেন গভর্মেন্ট মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থী আরঞ্জা আহমদ। ‘খ’ গ্রপে ১ম স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়ার সরকারী মহিলা কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মৌটুসী কর্মকার, ২য় স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তনুজা দেবনাথ, ৩য় স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী ইতি ঘোষ, বিশেষ স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিক চন্দ্র দেব। আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ১ম স্থান অর্জন করেন সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মার্জিয়া সুলতানা জেনি, ২য় স্থান অর্জন করেন সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নাজরীন আক্তার, ৩য় স্থান অর্জন করেন বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুলের শিক্ষার্থী সুমাইয়া ফাইরোজ মাইশা এবং নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া দোলন। ‘খ’ গ্রুপে ১ম স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস প্রীতি, ২য় স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসমিয়ায়ে সা-আদাত, ৩য় স্থান অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের বনলতা আক্তার ও ইংরেজি বিভাগের সাদিয়া আক্তার। সংগীত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব পীযুষ কান্তি আচার্য, সন্ধ্যা রায় ও পাপিয়া চৌধুরী আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মানবর্দ্ধন পাল, বাচিক শিল্পী মনির হোসেন এবং জনাব শফিকুর রহমান। প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তদের আগামি ১৮ ডিসেম্বর ২০২১ ইং তারিখ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বেলা ৩.৩০টায় অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারুক আহম্মদ উল্লা খান এর সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান এবং অদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক সংসদীয় ককাস এর যুগ্ম সমন্বয়ক জান্নাত এ ফেরদৌসী। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com