সংবাদ শিরোনাম
সরাইলে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ আখাউড়ায় চেয়ারম্যান প্রার্থী মুরাদের সভা থেকে বিরিয়ানি জব্দ বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় হোন্ডা-সিএনজির মুখোমুখি সংঘর্ষ।। নিহত-১।। আহত-৫ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভার বিকাশ ঘটাতে হবে; ডিসি হাবিবুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় উপকূল এক্সপ্রেসের হোসপাইপ ছিঁড়ে এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ- অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ায় সেরা বিজয়নগরে প্রতীক বরাদ্দের আগেই প্রচারনা চালানোর অভিযোগ চেয়ারম্যান প্রার্থী জাবেদের বিরুদ্ধে।। কারন দর্শানোর নোটিশ আদমপুরবাসী গতবার যেভাবে ভোট ও সহযোগিতা করেছেন আশা করি এবারও ভোট দিয়ে বিজয়ী করবেন ;লুৎফর রহমান মুকাই আলী আহ্সান উল্লাহ্ মাস্টারের শাহাদাত বাষির্কীতে বাউবির শ্রদ্ধা

নতুন বছরে কালের কন্ঠের ব্যতিক্রমী উদ্যোগ।। ব্রাহ্মণবাড়িয়ায় বছরের প্রথম দিনে জন্ম নেওয়া শিশুরা পাচ্ছেন নতুন পোশাক

নতুন বছরে কালের কন্ঠের ব্যতিক্রমী উদ্যোগ।। ব্রাহ্মণবাড়িয়ায় বছরের প্রথম দিনে জন্ম নেওয়া শিশুরা পাচ্ছেন নতুন পোশাক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
খবরের অন্তরালের খবর নিয়ে পাঠকের সামনে উপস্থাপন করে পাঠকপ্রিয় হয়ে উঠা জাতীয় দৈনিক কালের কন্ঠ মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে নানান সামাজিক কাজেও অংশগ্রহণ করে আসছেন প্রতিষ্ঠার শুরু থেকে। ব্যতিক্রমী চিন্তা-চেতনা নিয়ে কাজ করা কালের কন্ঠ পত্রিকা গত বছর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যতিক্রমী আয়োজন করে আসছেন। বছরের প্রথম দিনে জন্ম নেওয়া শিশুদের নতুন জামা কাপড় উপহার দিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। গত বছরের ন্যায় এ বছরও এ আয়োজন করেছেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার পাঠক ফোরাম “কালের কন্ঠ শুভসংঘ”।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে ইংরেজি নববর্ষ -২০২২ উপলক্ষে নতুন বছরের প্রথম দিনে জন্ম নেওয়া শিশুদের শুভসংঘের শতাধিক নতুন পোশাক উপহার দিতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মাতৃসদন, পরিবার পরিকল্পনা বিভাগ, মাতৃসদন, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে শিশুদের জন্য এসব পোশাক নিয়ে হাজির হন কালের কন্ঠ শুভসংঘ। বিডি এনিমেল হেলথ এর সহযোগিতায় এসব পোশাকের মধ্যে রয়েছে শীতের জামা, টুপি, হাত ও পায়ের মোজা।
জেলা সদর হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাত, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিমেল খান, গাইনি বিশেষজ্ঞ ফৌজিয়া আক্তার, বিডি এনিমেল হেলথ এর চেয়ারম্যান রাসেল আহমেদ।
শুভসংঘের সভাপতি হেদায়েতুল আজিজ মুন্নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন কালের কন্ঠ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু।
অনুষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার রানা নুরুস সামস, গাইনি চিকিৎসক ফৌজিয়া আক্তার বিডি এনিমেল হেলথ’র ব্যবস্থাপনা পরিচালক মো. হাফিজুল ইসলাম, কৃষিবিদ মো. মোকাম্মেল হক, শুভসংঘের সদস্য চয়ন বিশ্বাস, মোঃ শাহাদাত হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সদর হাসপাতালের পর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মতিউর রহমান, সহকারি পরিচালক আসমা হাসান, সহকারি পরিচালক মো. মোস্তফা কামাল, সদর উপজেলা কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, মাতৃ সদনের চিকিৎসক শিরিন সুলতানা, মধ্যপাড়ার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসাপাতালের ম্যানেজার মো. মোবারক হোসেনের হাতে নতুন পোশাক তুলে দেওয়া। এছাড়াও জেলা গাইনি চিকিৎসকদের কাছে এসব উপহার তুলে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি চিকিৎসক ফৌজিয়া আক্তার উপহার নেওয়ার সময় আপ্লুত হওয়ার কথা জানান। এ আয়োজনের ভূঁয়সি প্রশংসা করেন উপস্থিত অনেকেই। এমন উদ্যোগ সারা দেশেই যেন নেওয়া হয় সেই আহবান জানান সংশ্লিষ্টরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com