বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল চাপায় রফিকুল ইসলাম (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক রফিকুল ইসলাম ইসলামপুর গ্রামের মারাজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে মহাসড়কে মোটরসাইকেল চাপায় অটোরিকশা চালক রফিকুল ইসলাম নিহত হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছে।
এ ব্যাপারে খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি শাহজালাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply