সংবাদ শিরোনাম
মোকতাদির চৌধুরী এমপির জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও শিশুদের মাঝে শীতের জ্যাকেট বিতরণ

মোকতাদির চৌধুরী এমপির জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও শিশুদের মাঝে শীতের জ্যাকেট বিতরণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
তিতাস পাড়ের কল্যাণ রাজনীতির বরপুত্র,
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির জন্মদিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতের জ্যাকেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া বঙ্গবন্ধু স্কয়ারে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ট্রেজারার, মাউশির সাবেক মহাপরিচালক গ্রেড-ওয়ান দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ফাহিমা খাতুন।
অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য রাজনীতিবিদ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক গোলাম মহিউদ্দিন খান খোকন, আব্দুল খালেক বাবুল, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক এস আর এম ওসমান গনি সজীব, বাচিক শিল্পী মোঃ মনির হোসেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক
এম সাইদুজ্জামান আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সজরুল হক সুজন, বিজয় কৃষ্ণ মল্লিক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান অপু যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম তৌছির, এডভোকেট আরিফুল ইসলাম সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আমজাদ চৌধুরীর রুনু, মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে প্রিয় নেতার শুভ জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং শতাধিক সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের হাতে শীতের পোশাক জ্যাকেট তুলে দেন অনুষ্ঠানে অতিথিবৃন্দ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com