মতিউর মুন্না//স্টাফ রিপোর্টার,সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ৩টায় জেলা আইনজীবি সমিতি ভবনের ২য় তলায় দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির
দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি মো: শফিকুল আলম লিটন। অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত সাধারন সম্পাদক অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ২০২২ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট মোঃ তানবীর ভূঞা সভাপতি ও অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারা দুজনই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন। অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে বিলকিস সুলতানা খানম (পপি), সম্পাদক প্রশাসন পদে আক্কাস আলী, সম্পাদক কল্যাণ ও সংস্কৃতি পদে মো. আলাউদ্দিন, সম্পাদক লাইব্রেরি পদে আবু বক্কর সিদ্দিকী (বাবর), সদস্য পদে মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী (তারেক), এ এইচ এম মনিরুজ্জামান (সুমন), আবু সালেহ মোহাম্মদ ফাহাদ ও রাকিব হোসেন নির্বাচিত হয়েছেন। অডিটর পদে জাকির হোসেন রাসেল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওসমান গনি (১), সাবেক সভাপতি সরোয়ার-ই আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ খাঁন, সিনিয়র আইনজীবী হামিদুর রহমান(১), এম.এ করিম, মিন্টু ভৌমিক, সালাহ উদ্দিন আহম্মদ খাঁনসহ অন্যান্য প্রায় চারশত সিনিয়র জুনিয়র আইনজীবী ও সর্বস্তরের বিজ্ঞ আইনজীবীগণ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর
Leave a Reply