সংবাদ শিরোনাম
নাসিরনগরে চিকিৎসক সংকটে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা

নাসিরনগরে চিকিৎসক সংকটে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা

আব্দুল হান্নান,নাসিরনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারনে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। কয়েকজন ডাক্তারকে পদায়ন করা হলেও কেউ কেউ চলে গেছেন মৌলিক প্রশিক্ষণে। অনেকে আবার যোগদানের কয়েক মাসের মধ্যেই প্রেষণে। যেসব ডাক্তার আছেন তারা হিমশিম খাচ্ছেন চিকিৎসা সেবা দিতে।  হাসপাতাল সূত্রে জানা গেছে, নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১টি পদের মধ্যে আছে মাত্র ৯ জন। তার মাঝে ৩ জন মৌলিক প্রশিক্ষণ কোর্সে আর ১ জন রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে। ৫ জন ডাক্তার দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসা সেবা। কনসালটেন্ট, গাইনী, সার্জারী, অর্থোপেডিক্স, মেডিসিন সহ ১২টি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন যাবৎ খালি রয়েছে। জুনিয়র কনসালটেন্ট পদে ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর পদায়ন করা হয় ডাক্তার ফৌজিয়া মমতাজকে।  তিনিও প্রেষণে জেলা সদর হাসপাতালে চলে গেছেন। প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার। যার ফলে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে নাসিরনগরসহ আশপাশের কয়েকটি উপজেলা থেকে আসা সাধারণ রোগীরা।
হাসপাতালে গিয়ে দেখা গেছে, রোগীর দীর্ঘ লাইন। অনেকেই ডাক্তার না থাকায় চিকিৎসা না নিয়ে চলে যাচ্ছে। অনেকেই চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে এ প্রতিবেদককে জানিয়েছেন, সরকারি হাসপাতাল থাকলেও নেই পর্যাপ্ত চিকিৎসক। আবার যে কজন আছেন তাদেরকেও নিয়মিত হাসপাতালে পাওয়া যায় না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অভিজিৎ রায়ের সাথে যোগাযোগ করে চিকিৎসক সংকট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করে চিকিৎসক সংকটের বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, এ হাসপাতালের সেবার মান অনেক ভাল। নতুন করে দ্রুত চিকিৎসক পদায়ন করে সংকট সমাধানের ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com