স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার ২০ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক শাহগীর আলম।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পত্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম।
বিজয়নগর উপজেলার ১০ জন ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। তারা হলেন- সিঙ্গারবিল ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ভুইয়া, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভুইয়া, পত্তন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, চম্পকনগর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, ইছাপুরা ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার, হরষপুর ইউপি চেয়ারম্যান সারোয়ার আলম, চরইসলামপুর ইউপি চেয়ারম্যান দানা মিয়া ভুইয়া, চান্দুরা ইউপি চেয়ারম্যান শামীমুল হক চৌধুরী ও বুধন্তী ইউপি চেয়ারম্যান কাজী সাঈদুল ইসলাম।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পত্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন ভুইয়া।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, বুধল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, তালশহর পূর্ব ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, সুহিলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ, নাটাই উত্তর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, সাদেকপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন, রামরাইল ইউপি চেয়ারম্যান মশিউর রহমান সেলিম, মাছিহাতা ইউপি চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল, সুলতানপুর ইউপি চেয়ারম্যান শেখ ওমর ফারুক, বাসুদেব ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ২০২১ ইং তারিখে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গত ৫ জানুয়ারি ২০২২ ইং তারিখে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply