আগামীকাল ২১ শে ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৭টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন এর আয়োজনে প্রিয় মাতৃভাষা বাংলা বিশ্বায়নে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ এর প্রতিষ্ঠাতা আশ্চর্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি অভয়চণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এর গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ একটি বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে। শহরের মধ্যপাড়া শ্রী শ্রী রাধামাধব মন্দিরে এই সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভুতি ভূষণ দেবনাথ।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ও শ্রী শ্রী রাধামাধব মন্দিরের অধ্যক্ষ শ্রী প্রবীর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহন করবেন মৌলভীবাজার সরকারী কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক পার্থপ্রতীম চক্রবর্তী, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মনিশংকর কীর্ত্তনীয়া, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক সনাতন কৃপা দাস সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর আগে বিকেলে এর আগে ইসকন ইয়ুথ ফোরামের আয়োজনে কীর্তন মেলা সন্ধ্যা আরতি সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে সকল ভক্ত বৃন্দকে উপস্থিত থাকার জন্য আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়েছে।
Leave a Reply