সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ১৪০ টাকাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়ক হইতে কুট্টাপাড়া জ্বিনহাটি অভিমুখী রাস্তার পাঁকা ব্রীজের উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতার (পূর্বপাড়া) আব্দুল গফুর মিয়ার ছেলে আবু চাঁন মিয়া (৬০), গোলাপ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৬) এবং সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়ার মাহমুদুল হাসানের ছেলে খালেদ সাইফুল্লাহ (৩৪)।
এ ব্যাপারে সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার মাধ্যমে আদালতে পেরণ করা হয়েছে। এটা আমাদের নিয়মিত অভিযান। এ অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply