সংবাদ শিরোনাম
নবীগরের জিল্লুর রহমান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

নবীগরের জিল্লুর রহমান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চাঞ্চল্যকর জিল্লুর রহমান হত্যা মামলার দীর্ঘদিন যাবৎ পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছেন র‍্যাব।
সোমবার (০৭ মার্চ) ভোর ৬ টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইব্রাহিমপুর থেকে তাকে গ্রেফতার করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃত হুমায়ুন কবির নাটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
র‍্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বাজারের মালিকানাধীন ভূমি ভরাট করে সেখানে ৬৪টি ভিটি তৈরী করেন তৎকালীন ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির। ভিটি ভূমি বিক্রি করার টাকা আত্মসাৎকে কেন্দ্র করে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো হুমায়ুন কবিরের। এসব বিরোধের জের ধরে গত ২০০৯ ইং সনের ২৭ অক্টোবর জিল্লুর রহমানকে কুড়িঘর বাজারে হুমায়ুন কবিরের নেতৃত্বে তার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলেই মারা যান জিল্লুর রহমান। এ ঘটনায় নিহত জিল্লুর রহমানের ছেলে বাদী হয়ে তৎকালীন ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরকে প্রধান আসামি করে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নবীনগর থানার মামলা নং-২৭, তাং-২৮/১০/২০০৯ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/ ৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/ ১১৪/৩৪ পেনাল কোড রুজু করেন।
এদিকে, গত ২০১৭ ইং সনের ১৫ মে চাঞ্চল্যকর জিল্লুর রহমান হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। রায় ঘোষণার পর থেকেই আত্মগোপনে চলে যান হুমায়ুন কবির।
র‍্যাব আরো জানান, সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জিল্লুর রহমান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হুমায়ুন কবির মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইব্রাহিমপুর এলাকায় জায়গা কিনে বাড়ি নির্মান করে স্থায়ীভাবে স্বপরিবারে আত্মগোপনে বসবাস করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার (০৭ মার্চ ২০২২) ভোর ৬ টায় ঐ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com