জিয়াদুল হক,স্টাফ রিপোর্টার//বিজয়নগর
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেছেন, সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা নিয়ে মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে চাই।
সোমবার (০৭ মার্চ) উপজেলার বুধন্তি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঐতিহাসিক ৭ ই মার্চের স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইউএনও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের মাধ্যমেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। যে ভাষণের পর এ দেশের মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেন। সে জন্য বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং জয় বাংলাকে জাতীয় শ্লোগান করা হয়েছে।
আগামী প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে জানিয়ে ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদ আরো বলেন, জাতির জনকের সোনার বাংলায় কাউকে অপরাধ করতে দেওয়া হবে না।১ নং বুধন্তি ইউনিয়নকে মাদক মুক্ত করে আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তোলা হবে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী সায়্যিদুল ইসলামের সভাপতিত্বে ও জুয়েল ভুইয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাবেয়া আসফার সায়মা, ওসি মির্জা মোহাম্মদ হাসান, প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান, ইঞ্জিনিয়ার আবেদ মিয়া, সহকারী অধ্যাপক পঙ্কজ কুমার সাহা, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু, ইন্সট্রাক্টর রাজেশ পাল, আইসি রঞ্জন কুমার ঘোষ, আহাদ মাষ্টার, অলি মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কায়জার চৌধুরী, সহসভাপতি নুরুল ইসলাম কদু, শান্ত, শাহিন মোল্লা প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply