একুশের চেতনা পরিষদ যুক্তরাস্ট্রের আয়োজনে করোনায় হারানো ৮ জন ভাষা সৈনিক এবং একজন ভাষা আন্দোলন গবেষককে শ্রদ্ধা নিবেদনে “ প্রয়াত ভাষা সৈনিকদের স্মৃতি-তর্পণ” অনুষ্ঠিত হবে।
প্রয়াত ভাষা সৈনিকরা হচ্ছেন ডাঃ সাঈদ হায়দার, এ্যাডভোকেট আহমেদ আলী, জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, মর্তজা বশীর, রওশন আরা বাচ্চু , জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, কামাল লোহানী, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, ও ভাষা গবেষক ম আর মাহবুব।
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আগামী ১১ মার্চ বিকেল ৫ টায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। আলোচক থাকবে অধ্যাপক ড. মাহবুবুল মোকাদ্দেম আকাশ, অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, অধ্যাপক ড. মোহাম্মদ আজম, অধ্যাপক মনিলাল আইচ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড ভোকেট গোলাম ফারুক, এড. এম আবদুল আলীম।
আবৃত্তি পরিবেশ করবেন কবি মারুফুর ইসলাম, বেলায়েত হোসেন, আল আমীন শাহীন প্রমুখ , সেতার বাদনে থাকবেন শিল্পী এবাদুল হক সৈকত। অনুষ্ঠান সমন্বয় করছেন আককাস মাহমুদ, সার্বিক ব্যবস্থাপনায় রফিক সুলায়মান।
উক্ত অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন একুশে চেতা পরিষদ যুক্ত রাষ্ট্রের আহবায়ক ওবায়েদুল্লাহ মামুন। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply