সংবাদ শিরোনাম
ফলোআপ- নাপা সিরাপের রিঅ্যাকশন রহস্যজনক : ওষুধ প্রশাসনের তদন্ত কমিটি

ফলোআপ- নাপা সিরাপের রিঅ্যাকশন রহস্যজনক : ওষুধ প্রশাসনের তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘নাপা সিরাপ খেয়ে’ দুই সহোদরের মৃত্যুর ঘটনার তদন্ত কাজ শুরু করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের তদন্ত কমিটি।
রোববার (১৩ মার্চ) দুপুর সোয়া ১২টায় জেলার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে তদন্ত কমিটির সদস্যরা তাদের স্বজনদে সাথে কথা বলেন।

নিহতদের চাচা উজ্জ্বল মিয়ার সাথে কথা বলছেন ঔষধ প্রশাসনের তদন্ত কমিটি।

ছয় সদস্যের তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. আকিব হোসেন। তার সঙ্গে অধিদপ্তরের দুইজন উপ-পরিচালক ও দুইজন সহকারী পরিচালক এবং একজন পরিদর্শক আছেন।
তদন্ত কমিটি মৃত দুই শিশুর মা লিমা বেগম ও চাচা উজ্জল মিয়া এবং দাদি লিলুফা বেগমের সাক্ষ্য নেন। সাক্ষ্য গ্রহণ শেষ তদন্ত কমিটির প্রধান ডা. আকিব হোসেন সাংবাদিকদের জানান, যে সিরাপটি নিয়ে অভিযোগ উঠেছে, সেটি পরীক্ষার জন্য ইতিমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষাও শুরু হয়েছে। একই ওষুধের অন্যান্য ব্যাচের ওষুধ সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

নিহতদের দাদি লিলুফা বেগমের সাথে কথা বলছেন ঔষধ প্রশাসনের তদন্ত কমিটির সদস্যরা।

তদন্ত কমিটি আরো জানান, স্বজনরা বলছে ঔষুধ খাওয়ানোর পরই তারা অসুস্থ হয়ে পড়ে। এ বিষয়টি ঊর্ধ্বতনদের সাথে আলোচনা করা হবে। ওষুধটিতে কী এমন উপাদান ছিল- যেটি খাওয়ার ১০/১৫ মিনিটের মধ্যে রিঅ্যাকশন করল- এটি আসলে রহস্যজনক বিষয়। এই রহস্য উদঘাটন করতে সময় লাগবে। আমরা পুলিশের সহযোগীতায় তদন্ত কার্যক্রম করছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com