স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ টিকেটসহ দিরাজ মিয়া (৫০) নামে এক কালোবাজারিকে আটক করা হয়েছে।
সোমবার (১৪ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
জানা যায়, সোমবার সকালে রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) শওকত জামিল মহসিন এর নেতৃত্বে ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে (আরএনবি) অভিযান পরিচালনা করে টিকেট কালোবাজারি দিরাজকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আন্তঃনগর ট্রেনের ১৫টি টিকেট উদ্ধার করেন। আটককৃত দিরাজ ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার আশু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে স্টেশনে টিকেট কালোবাজারি করে আসছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ মোঃ জিল্লু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দিরাজকে আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply