সরাইল উপজেলা প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সরাইলে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা শেষে “স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক কর্মশালায় আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, এসিল্যান্ড ফারহানা নাসরিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন মিয়া, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সাবেক মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ প্রমুখ।
বক্তারা বক্তব্যে বলেন, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ হবে বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয়। এটি হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়ন। একই সঙ্গে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত বছরগুলোতে বাংলাদেশ যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে তারই স্বীকৃতি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply