স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭ দিন ব্যাপী “মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা” এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) সন্ধায় সহকারী কমিশনার ভুমি রাবেয়া আসফার সায়মা এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুনের পরিচালনায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান, ডাঃ শাহনেওয়াজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু,পল্লী বিদ্যুৎ সমিতির এজি এম জহির উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী আমান উল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক প্রমুখ।
মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলায় সুন্দর সাজসজ্জা ও সেবা বিভাগে ৬ টি সেরা স্টলকে পুরস্কার প্রদান করা হয়। মাধ্যমিক শিক্ষা অফিসকে ১ম, প্রকল্প বাস্তবায়ন অফিসকে ২য় এবং শহীদ ধীরেন্দ্রনাথ ও ভুপেশ চৌধুরী গণপাঠাগারকে ৩য় পুরস্কার প্রদান করা হয়। অপরদিকে সেবা ক্ষেত্রে কৃষি অফিসকে ১ম, স্বাস্থ্য বিভাগকে ২য় ও পল্লী বিদ্যুৎ সমিতিকে ৩য় পুরস্কার প্রদান করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply