বিজয়নগর প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তুপধধনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয় এবং স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মৃতিসৌধে প্রথমে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাসুম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দবীর উদ্দিন, ওসি মির্জা মোহাম্মদ হাসান, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply