কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আবাসিক সোলার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১মার্চ) বিকাল সাড়ে তিনটায় কমলগঞ্জ পৌর মিলনায়তনে পৌর মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সমাজকর্মী সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ড. আব্দুস শহীদ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ১২০ পরিবারের মাঝে আবাসিক সোলার বিতরণ করেন। এসময় কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সেমাইয়া আক্তার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, সংরক্ষিত নারী কাউন্সিল শাপলা আক্তার ও মুসলিমা বেগম।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply