মুফতী রেদওয়ানুল বারী সিরাজী সভাপতি, আব্দুল হালিম বিন হারুন সাধারণ সম্পাদক, মুফতী হোসাইন বিন ওয়াক্কাস সিনিয়র সহ-সভাপতি, মুফতী কামরুজ্জামান কাসেমী যুগ্ম সম্পাদক মাওলানা হাসান আল মামুন কে নির্বাচিত করে ৫সদস্য কমিটি নির্বাচন।
রেদোয়ানুল বারী সিরাজীর সভাপতিত্বে আব্দুল হালিম বিন হারুনের সঞ্চালনায়। আজ যুব জমিয়তের কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে আগের কমিটি বাতিল করে, নতুন কমিটি ঘোষনা করা হয়। সভা শেষে জমিয়তের মহাসচিব ড: গোলাম মহিউদ্দিন ইকরাম এক নসিহত পুর্ন বক্তব্য রাখেন।
তিনি বলেন আকাবিরে আসলাফের আমানত জমিয়ত তার লক্ষ্য পানে ছুটে চলে যে। জমিয়ত কোন বাতিলের সাথে আপোষ করেনি, তাই পদ নিয়ে বসে থাকলে চলবে না। কাজ করে যেতে হবে।
এইদিনে জমিয়তের সভাপতি আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস রহ: হারিয়ে ছিলাম। আমারা তার দেখানো পথে চলতে হবে।
মহাসচিবের উপস্থিতে সিদ্ধান্ত হয়, আগামী এক সপ্তাহের মধ্য সভাপতি ও সাধারণ সম্পাদক বসে সবার সাথে যোগাযোগ করে পুর্নাঙ্গ কমিটির প্যানেল মহাসচিবের নিকট জমা দেওয়া। সর্বশেষ জমিয়তের সাবেক সভাপতি মুফতী মুহাম্মদ ওয়াক্কাস রহ: এর রুহের মাগফিরাত করে মোনাজাত করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply