মোঃ আব্দুল হানান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরন উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের মৃত আরব আলীর ছেলে ইয়াবা সম্রাট মোঃ জাকারিয়া জাকির অবশেষে জেলহাজতে।
সম্প্রতি র্যাবের দায়ের করা ইয়াবা মামলায়, ব্রাহ্মণবাড়িয়া ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে জাকিরকে জেলহাজতে প্রেরণ করেন।
জানা গেছে,২০১৮ সালের ২২ মার্চ ইসলামপুর সিলেট র্যাব- ৯ গোপন সংবাদের ভিত্তিতে জাকিরের বাড়ি ফান্দাউক অভিযান পরিচালনা করে।এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জাকির। পরে র্যাব সদস্যরা জাকিরের বাড়িতে তল্লাশী করে তার বসত ঘর থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা মুল্যের ১৭শত ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় র্যাব নগদ ৩ লক্ষ ৫১ হাজার ২৪ টাকা, ২৪০০ টাকা মুল্যের ৩ বোতল ভারতীয় ফেন্সিডিল২টি বিদেশী পাসপোর্ট ,৩ টি সিসি ক্যামেরা,১ টি পালসার মোটর সাইকেল,২টি ভিডিও রেকর্ডার,১টি স্যামসাং মনিটর,ও ৪টি কালা রংয়ের র্টচ লাইট উদ্ধার করে। পরে র্যাবের এস.আই মোঃ আল ইমরান বাদী হয়ে জাকরিকে আসামী করে নাসিরনগর থানায় মামলা দায়ের করেন।মামলা নং-২৫ । মামলার পর থেকে পলাতক ছিলেন জাকির।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply