স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুরাতন একটি মার্কেট ভাঙার সময় পিলার ধসে পড়ে আকাশ দাস (২৪) নামে এক শ্রমিক মারা গেছেন। শনিবার বেলা পৌনে একটার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আকাশ ওই এলাকার হরিলাল দাসের ছেলে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় নূর মার্কেটটি পুরাতন হয়ে যাওয়ায় তা ভেঙে ফেলার কাজ চলছিল। এসময় শ্রমিকরা একটি পিলার ভেঙে রশি দিয়ে টেনে ফেলার চেষ্টা করছি। এক সময় তাদের টানে পিলারটি ধসে পড়তে দেখে সব শ্রমিকরা সড়ে যায়। কিন্তু আকাশ সরে না যাওয়ায় পিলারের নিচে পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply