স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
পরলোক গমন করলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শতোর্ধ বয়সী ও সাবেক ব্যবসায়িক নেতা মধু সুদন পাল। তিনি জনপ্রিয় জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর দাদু।
শুক্রবার (২৯ এপ্রিল) রাত সোয়া ৮ টায় বার্ধক্যজনিত কারনে আখাউড়া পৌর শহরের রাধানগরের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর। তার মৃত্যুতে পরিবার পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও পাড়াপ্রতিবেশির মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
প্রয়াত মধু সুদন পাল এর নাতি বিশ্বজিৎ পাল বাবু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আগামীকাল সকাল ৯টায় আখাউড়া পৌর শহরের রাধামাধব মন্দির আখড়ায় মধু সুদন পালের শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে, মধু সুদন পালের মৃত্যুতে গভীর শোক শ্রদ্ধা ও পরো লৌকিক শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
উল্লেখ্য, মধু সুদন পাল আখাউড়া উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা, রাধামাধব আখড়া পরিচালনা কমিটির সভাপতি ও আখাউড়া বড় বাজার ব্যবসায়িক পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে সফলতার সহিত দায়িত্ব পালন করেছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply