ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ইমারত নির্মাণ অনুমোদন ও ভবনের গুণগতমান নিশ্চিতকরণ কমিটির সভা গতকাল সোমবার সকাল ১১টায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ের মেয়র কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, পরিবেশ অধিদপ্তর প্রতিনিধি সহকারী পরিচালক বিসল চক্রবর্তী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি মোঃ তৌফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার শহর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস আরা, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স প্রতিনিধি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ প্রতিনিধি মোঃ ইখতেশামুল কামাল। সভা সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ। সভায় পৌর এলাকার ইমারত নির্মাণ অনুমোদন ও ভবনের গুণগতমান নিশ্চিতকরণ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply