সংবাদ শিরোনাম
জনশুমারী ও গৃহগণনা সঠিকভাবে নিশ্চিত করা হলে বিভিন্ন ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে; পৌর মেয়র নায়ার কবির

জনশুমারী ও গৃহগণনা সঠিকভাবে নিশ্চিত করা হলে বিভিন্ন ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে; পৌর মেয়র নায়ার কবির

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার কবির বলেছেন, জনশুমারী ও গৃহগণনা সঠিকভাবে নিশ্চিত করা হলে বিভিন্ন ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (১৮ মে) সকাল ১০টায় “জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই শ্লোগানে জনশুমারী ও গৃহগণনা ২০২২ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার স্থায়ী শুমারী/ জরিপ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ পার্থ তলাপাত্র, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু জামাল, আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা রোখসানা বেগম, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, শাহানা বেগম, মিনারা আলম, নিলুফা ইয়াছমিন, কাউন্সিলর মিজানুর রহমান, এম এ মালেক চৌধুরী, ফারুক আহমেদ, মোঃ ফারুক মিয়া, মোঃ কাওসার মিয়া, সাকিল, মোঃ আনোয়ারুল ইসলামসহ পরিসংখ্যান ব্যুরো ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, জনশুমারী ও গৃহগণনার মাধ্যমে দেশের বাস্তব চিত্র ফুটে উঠবে। পৌর এলাকায় যারা মাঠ পর্যায়ে ঘরে ঘরে গিয়ে যাবতীয় তথ্য লিপিবদ্ধ করবেন তারা যেন সঠিকভাবে সত্যতার মাধ্যমে দায়িত্ব পালন করেন এ জন্য উক্ত শুমারি কার্যক্রম বাস্তবায়নের সাথে জড়িত কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সরকারের সামাজিক সুরক্ষার বলয়ে সহায়তা করতে পরিসংখ্যান বিভাগের এ তথ্যভান্ডার গুর“ত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সরকারের সকল ভাতা প্রদানের  ক্ষেত্রে এ তথ্যভান্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com