কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৩৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে উপজেলার পাত্রখোলা চৌমুনী সিএনজি স্ট্যান্ড থেকে ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর এলাকার জিলই মিয়া (৩২) ও আফাং মিয়া (৪২) কে আটক করা হয়। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ বদিউজ্জামান দুই মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply