বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারকে দেখতে যান নাসিরনগর-১ আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রামের নেতৃত্বে নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এমপি এবং এড. নাজমুল হোসেনের নেতৃত্বে সরাইল উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, হাজী মোঃ ছফিউল্লাহ, আবু নাসের আহমেদ এবং মঈনউদ্দিন মঈনের নেতৃত্বে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মজিবুর রহমান বাবুল, জায়েদুল হক, ছাদেকুর রহমান শরিফ, আলহাজ্ব মোঃ শাহ আলম, গোলাম মহিউদ্দিন খান খোকন, কাছন মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভূইয়া এবং সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলমের নেতৃত্বে সদর উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। গতকাল তাঁরা আল-মামুন সরকারের শয্যা পাশে দীর্ঘ সময় অতিবাহিত করেন এবং তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ সময় নেতৃবৃন্দ আল-মামুন সরকারের দ্রুত আরোগ্য কামনা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply