স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১শ ৩২ কোটি টাকার প্রাক বাজেট নিয়ে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুন) দুপুরে মিউনিসিপাল কমিউনিটি হলে পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আলহাজ্ব মোঃ শাহ আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, শাহানা বেগম, মিনারা বেগম, নিলুফা ইয়াছমিন, কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, আক্তার হোসেন চৌধুরী, মিজানুর রহমান, মোঃ আবদুল মালেক, ওমর ফারুক জীবন, ফারুক আহমেদ, মীর মোঃ শাহীন মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ কাওসার মিয়া, মোঃ সাকিল, মোঃ আনোয়ারুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুদ্দিন, নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। প্রাক বাজেটের সার্বিক বিষয় তুলে ধরেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউসার। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব আয় ও উন্নয়ন প্রকল্প থেকে ১শ ৩২ কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ৯১৮ টাকার প্রস্তাবিত বাজেটের খসড়া তুলে ধরে হয়। আসন্ন পৌর পরিষদের সভায় প্রস্তাবিত বাজেটের চূড়ান্ত অনুমোদনের জন্য তুলে ধরা হবে।
পরে নগর সমন্বয় কমিটির সদস্যগণ পৌরসভার উন্নয়নমূলক অবকাঠামোগত কাজগুলো আরো দ্রুত সময়ের মধ্যে শেষ করার আহ্বান জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply