সরাইল উপজেলা প্রতিনিধি
গত দুই বছর করোনায় বন্ধ ছিলো ব্রাহ্মণবাড়িয়ার সরাইল হাটবাজার। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে গত প্রহেলা বৈশাখ থেকে এক বছরের জন্য গরুর হাটের অনুমতি পেলেও চলতি মাসে অতিবৃষ্টির কারণে সরাইল উপজেলার একমাত্র গরুর হাটে হাটু পানি জমছে। এতে ইজারাদারের প্রতি সপ্তাহে ক্ষতি হচ্ছে প্রায় ৩ লাখ টাকা। বিপুল পরিমাণ ক্ষতির চোখে অন্ধকার দেখতে শুরু করেছেন হাটের ইজারা নেওয়া শেয়ার হোল্ডাররা।
সরাইল উপজেলা শাহবাজপুর থেকে আসা ক্রেতা সিরাজ মিয়া বলেন, আমি সরাইল হাট থেকে গরু কিনে বিভিন্ন জেলায় বিক্রি করি। এতে যা লাভ হয় তা দিয়ে আমার সংসার চলে। এবার অতিবৃষ্টি ও হাটে পানি থাকার কারণে কেনাবেচা কিছুই করতে পারছি না। চট্রগ্রাম থেকে আসা ক্রেতা আকবর সওদাগর বলেন, গত ২ বছর ব্যবসা না থাকায় খুবই বিপদে আছি।
উপজেলার কুট্টাপাড়া গ্রামের গরু বিক্রেতা লিটন মিয়া বলেন, আমার কয়েকটি গরু রয়েছে। হাটে নিয়ে যাই আবার বিক্রি না হওয়ায় ফেরত নিয়ে আসি। এবার হাটের অবস্থা ভালো না।
এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল বলেন, ইজারাদার অভিযোগের বিষয়ে সঠিক ব্যবস্থা গ্রহন করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply