শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সপ্তাহ ব্যাপী ‘আলোয় আলো’ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা এমসিডা প্যারেন্টিং সেশন পরিচালনার জন্য যোগাযোগ ও সহায়তা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ব্র্যাক লার্নিং সেন্টারে এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন এমসিডা সভাপতি মিজানুর রহমান আলম। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মসূচীর প্রশিক্ষক জামিল মোস্তাক ও এমসিডা এর প্রকল্প কর্মকর্তা নেছার আহম্মেদ। চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এডুকো বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত প্রকল্পের চারটি বাস্তবায়নকারী সংস্থা এমসিডা, আইডিয়া, বিটিএস এবং প্রচেষ্টা এর ৩২ জন করে তিন ব্যাচে মোট ৯৬ জন ইসিডি ফ্যাসিলিটেটর এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply