স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া -০৪ (কসবা -আখাউড়া) আসনের সাংসদ অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের ফিরিয়ে আনতে আইনি ও কুটনৈতিক লড়াই চলছে। তারা যে যেখানেই থাকুক ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।
শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে যে খুঁনি আমেরিকায় আছেন তাকে দেশে ফিরিয়ে আনতে সেদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও আলোোচনা হচ্ছে। তিনি বলেন, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের মূল উৎপাটন করা হবে।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাইসার ভূইয়া জীবন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক চেয়ারম্যান নরুল হক ভূইয়া।
এসময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।
সভা শেষে ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply