স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল ২৪টিভির ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক রিয়াজ উদ্দিন জামি সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার বাহারুল ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ জানুয়ারি) বেলা ২ টা থেকে ৪টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জে প্রশাসনের সহকারী কমিশনার ও প্রেসক্লাব নির্বাচন-২০২৩ এর দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা মুন্না।
এদিকে, নির্বাচনে ১১ টি পদের মধ্যে সভাপতি পদে রিয়াজ উদ্দিন জামি, দপ্তর সম্পাদক পদে শাহজাহান আলম সাজু ও পাঠাগার সম্পাদক পদে এইচ এম সিরাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও বাকী ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রার্থীরা। নির্বাচনে ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাংবাদিক নেতা বাহারুল ইসলাম মোল্লা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন। সিনিয়র সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোঃ জসিম উদ্দিন (ফিনান্সিয়াল এক্সপ্রেস), সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন নিয়াজ মোহাম্মদ খান বিপুল (দিনকাল), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শিহাব উদ্দিন বিপুল (এনটিভি), কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন মোশাররফ হোসেন বেলাল (বাংলাদেশ প্রতিদিন), সাংস্কৃতিক ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক (সিটিভি), কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফরহাদুল ইসলাম পারভেজ ও মীর মোহাম্মদ শাহীন (একুশে টিভি)।
অপরদিকে, শনিবার সকাল ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে বিগত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাব এর প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply