স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত রবীন্দ্র ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মোকতাদির চৌধুরী এমপির পক্ষে পদক গ্রহণ করেন তাঁর ব্যক্তিগত কর্মকর্তা আবু মুছা আনসারী।
“আমার আশা ফাউন্ডেশন ও ভারত-বাংলাদেশ কালচারাল কাউন্সিল”আয়োজিত এবং”ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব” ও দুই বাংলার গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ লেখক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে এ শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন রাজশাহী মুন্ডুমালা পৌরসভার মেয়র মুহাম্মদ সাইদুর রহমান, কুমিল্লা নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেক, ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব এর সহ-সভাপতি মনজুর হোসেন ইশা,এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, শিল্পপতি আজিজুল ইসলাম,রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য সুভাষ চন্দ্র শীল।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply