মোঃ মামুন রেজা, ধামরাই প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটা বাসস্টান্ডে লরির চাপায় ফাতেমা বেগম(৪২) ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত হয় নিহতের কন্যা সামিরা(৬) অক্ষত রয়েছে ছেলে সন্তান ফাহিম(১৩) তবে সেইও মায়ের এমন মর্মান্তিক মৃত্যু দেখে বাকরুদ্ধ রয়েছে। আহত সামিরা ধামরাই ঢুলিভিটা মমতাজ ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।সোমবার (২৬ আগষ্ট) সকাল ৯:র মিনিট সময়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনার সংবাদ পেয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বায়রার সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ নিহতের পরিবারদেরকে গভীর সমবেদনা জানান।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, টাংঙ্গাইলের মির্জাপুর এলাকায় স্বামীর বাড়ি থেকে ধামরাই আত্মীয় বাড়ীতে যাওয়ার সময় ঢুলিভিটা বাসস্ট্যান্ডে রাস্তাপাড়াপার হওয়ার সময় দ্রুতগামী বেপরোয়া লরির চাপায় গৃহবধূ নিহত হয়।নিহতের আত্মীয় সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি, নিহতের পারিবারিক সূত্রে আত্মীয়।নিহতের স্বামী সেলিম হোসেনের বাড়ি টাংঙ্গাইল জেলার মির্জাপুর থানার হারিয়া গ্রামে।এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ঘাতক লরিটি আটক করা হয়েছে। এবং মামলার প্রস্ততি চলছে। প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply