স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
র্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন-(৩০) কে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (০৫ মে) সকালে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের দুর্জয় মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় র্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান এর নির্দেশে ও সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জের ভৈরব থানাধীন দূর্জয় মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেন। এসময় তার দখলে থাকা একটি পিকআপ তাল্লাশী করে ২০ টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৪০ (চল্লিশ) কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। কুখ্যাত এ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply