স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুমার নামাজে লাইনে দাঁড়ানোর বিতর্কের জেরে মোঃ সিজল মিয়া-(৫০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (০৫ মে) দুপুরে নবীনগর পৌর শহরের আলমনগর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত সিজল মিয়া ঐ এলাকার মরহুম মমতাজ মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুরে নবীনগর পৌর শহরের আলমনগর এলাকায় একটি মসজিদে জুমার নামাজের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সিজল মিয়ার সাথে একই এলাকার শাহ আলমের তর্কবিতর্ক হয়। পরে জুমার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে ফের দু’জনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এসময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সিজল মিয়া আহত হলে তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
এ ব্যাপারে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সিজল মিয়া ও শাহ্ আলমের মধ্যে আগে থেকেই বিরোধ ছিলো। তবে আজ জুমার নামাজে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আহত হয়ে সিজল মিয়া মারা গেছেন। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply