ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সমবায়ীদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে সমবায় বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় পুকুরে আধুনিক মৎস্য চাষ,নদীতে মাছ আহরণের ক্ষেত্রে মৎস্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, চায়না রিং জাল ব্যবহারের অপকারিতা নিয়ে আলোচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন। প্রসূতি মায়ের স্বাস্থ্য সেবা, প্রতিবন্ধী শিশু জন্মের কারণ, টিকাদান কর্মসূচি, ভিটামিন ক্যাম্পেইন ও অপ্রশিক্ষিত দাত্রীদের দ্বারা প্রসবের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নোমান মিয়া। সমবায় ব্যবস্থাপনা পদ্ধতি নিয়ে কর্মশালায় আলোচনা করেন উপজেলা সমবায় অফিসার মওদুদ আহমদ ও পরিদর্শক পারভীন আখতার। কর্মশালায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply