স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা ইউনিয়নের চিনাইর বাজারে পাশাপাশি তিনটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা জানান,শুক্রবার সকাল সাড়ে ৯টায় একটি দোকানে হঠাৎ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এসময় পাশের মুরগী ও হোটেলসহ আরো দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে দোকানে থাকা খাবার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। পরে স্থানীয় লোকজন ও আশপাশের ব্যবসায়ীরা এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-আমিন হক পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে আমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম শেখ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিদর্শনকালে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে দুই বান করে টিন দেওয়া হবে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ইউএনও স্যার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আরো দুইবান করে টিন দেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply