সংবাদ শিরোনাম
সরাইলে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ আখাউড়ায় চেয়ারম্যান প্রার্থী মুরাদের সভা থেকে বিরিয়ানি জব্দ বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় হোন্ডা-সিএনজির মুখোমুখি সংঘর্ষ।। নিহত-১।। আহত-৫ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভার বিকাশ ঘটাতে হবে; ডিসি হাবিবুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় উপকূল এক্সপ্রেসের হোসপাইপ ছিঁড়ে এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ- অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ায় সেরা বিজয়নগরে প্রতীক বরাদ্দের আগেই প্রচারনা চালানোর অভিযোগ চেয়ারম্যান প্রার্থী জাবেদের বিরুদ্ধে।। কারন দর্শানোর নোটিশ আদমপুরবাসী গতবার যেভাবে ভোট ও সহযোগিতা করেছেন আশা করি এবারও ভোট দিয়ে বিজয়ী করবেন ;লুৎফর রহমান মুকাই আলী আহ্সান উল্লাহ্ মাস্টারের শাহাদাত বাষির্কীতে বাউবির শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আ’লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আ’লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী আরিফুর রহমান আরিফ।
গত ১৯ নভেম্বর ২০২৩ ইং তারিখে অনলাইনে ব্রাহ্মণবাড়িয়া -৩ নির্বাচনী আসন নম্বর ২৪৫ এর মনোনয়ন ফরম সংগ্রহ করেন আরিফুর রহমান আরিফ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য ছিলেন।ও আমেরিকার কানেকটিকাট স্ট্যাট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ আরিফুর রহমান আরিফ এ প্রতিবেদককে জানান, আমি ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। যদি দল আমাকে মনোনয়ন না দেন তাহলে যাকে মনোনয়ন দেবেন তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণা করবো ও দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা করবো।
আরিফুর রহমান আরিফ ১৯৯০ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১০ নং রামরাইল ইউনিয়নের ছাত্রলীগের অন্যতম ও গুরুত্বপূর্ণ পদ দিয়ে তার রাজনীতি জীবন শুরু। ১৯৯৫-১৯৯৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে সাহিত্য ও বিতর্ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
উল্লেখ্য,আরিফুর রহমান আরিফ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সোহাতা গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি কাছাইট গ্রামে স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করেন। তার পিতা মৃত ফয়েজুর রহমান (শিশু ভূঁইয়া) ও মাতা আমিনুর নেছা ভূইয়া । তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট । তিনি সরকারী কলেজ থেকে এইচএসসি ও বিএসএস পাশ করেন। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে (এমএসএস ) সম্পন্ন করেন।
রাজনৈতিক জীবন: আরিফুর রহমান আরিফ ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ ও পরবর্তীতে যুবলীগের নেতা ছিলেন। তিনি রাজনৈতিক জীবনে ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পদ ও পদবিতে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। রামরাইল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা দক্ষিণ অঞ্চল চার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে দায়িত্ব পালন করেন।
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি কার্যকরী সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদ ঐক্য পরিষদের অন্যতম সদস্য ছিলেন।
রাজনীতির পাশাপাশি তিনি বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (FPAB) এর ভিশন ২০০০ প্রকল্পের ইউনিট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া এলজিইডি এবং জেলা পরিষদের প্রথম শ্রেণীর সরকারী ঠিকাদার ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন।
আরিফুর রহমান আরিফ বর্তমানে আমেরিকার ব্রীজসিটির কানেকটিকাট স্ট্যাট এ স্বপরিবারে বসবাস করছেন।
বর্তমানে আরিফুর রহমান (আরিফ) স্বপরিবারে ব্রীজপোর্ট সিটি, কানেকটিকাট স্টেট, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। ব্যক্তিগত জীবনে দুই কন্যা , এবং এক পুত্র সন্তানের জনক।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com