শামিম ইশতিয়াক, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ‘পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার’ শীর্ষক প্রকল্পের আওতায় পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ বিভাগের আয়োজনে বিআইডব্লিউটিএ এর সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক ) মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ।
সভায় নিবাস চন্দ্র মাঝি বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), পুলিশ সুপার, ময়মনসিংহ সহ ময়মনসিংহ বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply