মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জলাশয় ও শিশু সুরক্ষা সামাজিক সাংস্কৃতিক সংগঠন ঢেউ এর আয়োজনে আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দুইটা ত্রিশ মিনিটে স্থানীয় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ( ইন্ডাস্ট্রিয়েল স্কুল মাঠ) অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
চিত্রাংকন প্রতিযোগিতা ৫টি বিভাগে ভাগ করা হয়েছে। শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত “ক” বিভাগ, তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত “খ” বিভাগ, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত “গ” বিভাগ, নবম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত “ঘ” বিভাগ এবং একাদশ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত “ঙ” বিভাগে ভাগ করা হয়েছে। নির্ধারিত বিভাগে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক সৈয়দ তৈমুর ও সদস্য সচিব মো. সাহাদাত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক সৈয়দ তৈমুর। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply